শরিফ থেকে শরিফাঃ হিজড়া, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স এবং লিঙ্গ পরিচয় নিয়ে বিভ্রান্তি ও তার সমাধান

শেয়ার করুন         শেখ মোঃ মমিনুল ইসলাম (মুন): কবি-গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর “পরিচয়” কবিতায় লিখেছিলেন; “একদিন তরীখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায়েছিলে মোরে ডাকি পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে?” আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করা হয়ঃ “আপনার পরিচয় কী?” আপনি তখন কি উত্তর দেবেন? নিশ্চয়ই আপনার নাম, পেশা, জাতীয়তা, ঠিকানা ইত্যাদি বলবেন, তাই না? কিন্তু কেন বলবেন? কারণ হল সমাজ এভাবেই সবকিছু সৃষ্টি করেছে, সমাজ আমাদের একটি পরিচয় প্রদানের পদ্ধতি তৈরি করেছে, যেমন মানব সমাজ ভাষা সৃষ্টি করেছে। কিন্তু প্রতিটি মানুষের পরিচয় … Continue reading শরিফ থেকে শরিফাঃ হিজড়া, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স এবং লিঙ্গ পরিচয় নিয়ে বিভ্রান্তি ও তার সমাধান